Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন পরিষদ

চট্টগ্রাম থেকে ১৫৯ কি.মি. দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজার জেলার অবস্থান।

পাহাড়,সাগর,দ্বীপ,নদী ও সমতল ভূমির এক অনন্য মিলন মোহনা এ ককসবাজার। এজেলায় রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য১২০কি.মিএবং

এটি একটি অন্যতম স্বাস্থ্যকর স্থান। কক্সবাজারজেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বেবান্দরবান জেলা ও বাংলাদেশ-মায়ানমার সীমানা বিভক্তকারী নাফনদী এবং মায়ানমার, দক্ষিন-পশ্চিমে বঙ্গোপসাগর। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা কক্সবাজার সদর এর কালের স্বাক্ষীবহনকারী ঈদগাঁও নদীর পশ্চিমে তীরবেয়ে"পোকখালীইউনিয়ন"

কালের পরিক্রমায় আজ পোকখালী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ,সম্প্রীতি, অর্থনৈতিক সমৃদ্ধ সহ ভিবিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল।

১) ইউনিয়নেরনাম:২নংপোকখালীইউনিয়নপরিষদ।

২) আয়তন-৩৪বর্গকিলোমিটার

৩)  লোকসংখ্যা: ২৩,১৪৮জন,

     পুরুষ: ১২৫২৮জন, (অবিবাহিত৫০.৬%, বিবাহিত: ৪৮.৬% বিপত্মিক: ০.৬%)

     মহিলা: ১০৯১৪জন, (অবিবাহিত৩৪.১%, বিবাহিত: ৫৮.৯% বিপত্মিক: ৫.৭%)  (২০১১সালেরআদমসুমারীঅনুযায়ী)

৪) মোটগ্রামসংখ্যা- ১১টি

৫) মৌজারসংখ্যা- ০৩টি

৬) হাটবাজারসংখ্যা- ০৩টি

ক) মুসলিম বাজার, মধ্যমপোকখালী, ওয়ার্ডনং-০৩,

খ) উত্তর নাইকক্যংদিয়া রমজান মিয়ার দোকানের সকালের মাছ ও কাচা তরকারি বাজার। ওয়ার্ড নং ০৬।

গ) পশ্চিমগোমাতলী  মৌলবী বাজার ০৮নংওয়ার্ড)

৭) উপজেলাশহরহতেদূরত্ব: আনুমানিক ২০ কি:মি:

৮) উপজলো শহর হতে যোগাযোগের মাধ্যম: 

মূলত কক্সবাজার শহর থেকে পোকখালী ইউনিয়নের যোগাযোগের প্রধানত দুই টি  যথা ১) ফরাজী পাড়া রোড় দিয়ে ঈদগাহ বাসষ্টশনের ঢাকা, ও চট্রাগামের হাই রোড় ঈদগাহ লাইন, সী লাইন, মাইক্রোবাস, বড় বাস, মিনিবাস ইত্যাদি গাড়ী দিয়ে কক্সবাজার শহরে যাতায়ত করে থাকেন। অন্য টি হল চৌফল্ডী ব্রিজের উপর দিয়ে খুরুশকুল ব্রিজের রাস্তা দিয়ে কক্সবাজার শহরে খুবই অল্প সময়ে যাওয়া যায়।

৯) স্বাক্ষরতারহার: ৪৯শতাংশ

১০) প্রাথমিক বিদ্যালয় সংখ্যা:  মোট৭টি

সরকারী:০৭টি

রেজিষ্টার্ড:-০৩টি

পোকখালী আদর্শ উচ্চবিদ্যালয়,

পশ্চিম গোমাতলী আদর্শউচ্চবিদ্যালয়, মোট ০২টি।

দাখিল মাদ্রাসা: ০৭টি, (৪টিবালিকা, ৩টিবালক)

নিন্ম মাধ্যমিক বিদ্যালয়: ০৩টি

নিন্ম মাধ্যমিক মাদ্রাসা: ০৫টি

১১) ঐতিহাসিকপর্যটনস্থান: নাই

১২) দায়িত্বরত চেয়ারম্যান এরনাম: জনাব রফিক আহমদ

১৩) গুরুত্বপূর্ন ধর্মীয় উৎসব: ডিসেম্বর মাসে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন ১দিন ব্যাপি সীরত মাহফিল, যেখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে।

১৪) ইউপিভবননির্মানকাল: ২০১০-২০১১ইং

১৫) নবগঠিত পরিষদের বিবরণ:

      ক) শপৎগ্রহনেরতারিখ:-২০-৭-২০১৬ইং

      খ) প্রথম সভার তারিখ:-২২-০৭-২০১৬ইং

      গ) মেয়াদ উর্ত্তীর্ণে রতারিখ:-১০-৭-২০২১ইং

১৬) ওয়ার্ড ভিত্তিক গ্রামসমূহের নাম:

     ১নংওয়ার্ড-  পূর্বইছাখালী, মধ্যমইছাখালী, পশ্চিমইছাখালী

     ২নংওয়ার্ড-  পূর্বপোকখালী

     ৩নংওয়ার্ড–মধ্যমপোকখালী

     ৪নংওয়ার্ড- পশ্চিমপোকখালী

     ৫নংওয়ার্ড- নাইক্যংদিয়া

     ৬নংওয়ার্ড–উত্তরনাইক্যংদিয়া

     ৭নংওয়ার্ড–উত্তরগোমাতলী

     ৮নংওয়ার্ড- পশ্চিমগোমাতলী

     ৯নংওয়ার্ড- পূর্ব  গোমাতলী

১৭) ইউনিয়নপরিষদজনবল–

               ১) নির্বাচিতপরিষদসদস্য– ১৩জন।

               ২) ইউনিয়নপরিষদসচিব– ১জন।

              ৩) ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মরত উদ্যোক্তা দুই জন ০১) শাহাব উদ্দিন, ০২) রুজিনা আক্তার ।

            ৩) ইউনিয়নগ্রামপুলিশ– ১০জন।